প্রকাশিত: Wed, May 22, 2024 1:03 PM
আপডেট: Sun, Jun 16, 2024 9:40 AM

[১]তাবরিজে প্রেসিডেন্ট রাইসির জানাজায় লাখো ইরানি

ইকবাল খান: [২] পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে লাখো ইরানি নাগরিক প্রেসিডেন্ট রাইসি ও তার সাত সহযাত্রীর শোকযাত্রায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্কয়ার থেকে পায়ে হেঁটে রওনা হন। এ সময় তাদের হাতে ছিল ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি। পরে সেখানে এক জানাজায় তারা অংশ নেন। সূত্র: সিএনএন, বিবিসি 

[৩] তিনি রোববার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে আসার পথে নিহত হন।

[৪] ইরানের প্রেসিডেন্টের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাাহিয়ান পূর্ব আজারবাইজানের প্রাদেশিক কর্তৃপক্ষের সদস্যরা এবং তাঁর নিরাপত্তা দলের সদস্যসহ মোট ৯ জন নিহত হয়েছেন।

[৫] তাবরিজ থেকে ইব্রাহীম রাইসি ও অন্যান্যদের  মরদেহ নেওয়া হবে শিয়া মুসলমানদের পবিত্র নগরী কোমে। সেখানে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে আরেকটি শোক মিছিল ও জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।

[৬] কোম থেকে রাইসি ও অন্যান্যদের মৃতদেহ নেওয়া হবে রাজধানী তেহরানে। সেখানে বুধবার একটি জানাজা অনুষ্ঠিত হবে 

[৭] তেহরানে রাইসি এং অন্যান্যদের জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

[৮] বুধবার ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 

 [৯] এরপর বৃহস্পতিবার সকালে ইব্রাহীম রাইসির মরদেহকে দক্ষিণ খোরাসান প্রদেশে এবং পরে তার নিজ শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ দাফন করা হবে।